গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক কমিটির আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মাদক ও বাল্যবিবাহ রোধ, উপজেলার বিভিন্ন স্থানে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রি, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার, পৌরসভা এলাকায় বিদ্যালয়ের টিফিন ও ছুটির সময় কিশোরদের ইভটিজিং, সড়ক সংকুচিত করে বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা, ইরি বোরো মৌসুমে বিদ্যুতের লোডশেডিং বৃদ্ধি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের উপর বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান মো. সোহেল রানা, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল-ই রব্বানী, বিজিবি ও বীর মুক্তিযোদ্ধা প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ প্রমুখ।