1. admin@dailynaogaonnews.com : admin :
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোঃ লিঃ এর ২২ লাখ(প্রায়) টাকার চেক বিতরণ অনুষ্ঠিত রাজশাহী জেলার বাগমারা ও নওগাঁর নিয়ামতপুর উপজেলার দুইটি গ্রাম পেতে যাচ্ছে শহরের সকল সুযোগ-সুবিধাগুলোই ধামইরহাটে পোনা মাছ অবমুক্তকরণ উদ্বোধন ধামইরহাটে কৃষি প্রাণিসম্পদ ও মৎস খাতের উদ্যোক্তাদের কারিগরি দক্ষতা উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ উদ্বোধন নওগাঁর ধামইরহাটে নতুন ইউএনও হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করলেন আবু হাসান ধামইরহাট মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন হানিফুল ইসলাম নওগাঁর মহাদেবপুর ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রীতি মেলা অনুষ্ঠিত নওগাঁয় মতবিনিময় সভায় প্রাণি ও মৎস্য সচিব ড.নাহিদ রশীদ নওগাঁয় প্রথমবারের মত জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হলো নওগাঁর পত্নীতলায় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলার উদ্বোধন

নওগাঁয় টেস্ট না করে রোগীর কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫১ বার পঠিত

পত্নীতলা প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এক শিশু রোগীর টেস্ট না করেও টেস্ট রিপোর্টের বিল নেওয়া হয়েছে বলে অভিযোগ ওই শিশুর মা রোজিনা খাতুনের। রোজিনা উপজেলার নাদৌড় গ্রামের সাগর হোসেনের স্ত্রী।

রেজিনা খাতুন বলেন গত ডিসেম্বর মাসে আমি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হই পরে আমাদের ৩ বছরের মেয়ে সাকুরা আমার কাছে ছিল সেও জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হয় আমি যে বেডে ছিলাম ৪৭ নং বেডে তাকে ১৯ তারিখে ভর্তি করে চিকিৎসা চলছিল বাচ্চার জ্বর কমছিলনা দেখে কর্তব্যরত চিকিৎসক কয়েকটি টেস্ট করে আনতে বলেন রিপোর্ট জন্য হাসপাতালের কাউন্টারে তিনশত টাকা জমা দিয়ে রশিদ নিয়ে ল্যাবে গেলে স্যাম্পল কালেকশন করে একটু পরে জানান টেকনিক্যাল প্রবলেম আজ রিপোর্ট হবে না আগামী কাল ২টার সময় হবে এ দিকে বাচ্চার অবস্থা ভাল নয় দেখে বাহিরের ডায়াগনস্টিক থেকে বেশী মূল্যে টেস্ট করিয়ে ডাক্তার কে দেখালে তারা চিকিৎসা দেন এবং কয়েক দিনে বাচ্চা সুস্থ হয় ২২ তারিখে রিলিজ করে । টাকা জমা দিয়ে রিপোর্ট না হওয়ায় টাকা ফেরত চাইলে হাসপাতালে কর্তব্যরতরা বলেন স্যার ( ইউএইচএফপিও) রাজশাহীতে ট্রেইনিংয়ে গেছেন আসলে রশিদ নিয়ে আসবেন তাহলে টাকা ফেরত পাবেন। এদিকে স্যার আসলেও দিনের পর দিন ঘুরেও সে টাকা ফেরত না পেয়ে রোজিনা খাতুন আক্ষেপ করে বলেন আমরা গরীব
মানুষ ৩ শ টাকা হলে আমাদের পরিবারের ১৫ দিনের চাল কেনা হতো। কিছু দিনের ব্যবধানে প্রথমে আমি পরে মেয়ে এবং মেয়ের বাবা তিনজনই ডায়েরিয়ায় আক্রান্ত হই অনেক টাকা খরচ হয়ে গেছে। হাসপাতালে শুধু চিকিৎসা দিয়েছে সব ওষুধ বাহির থেকে কিনতে হয়েছে। তার স্বামী সাগর হোসেন বলেন স্যার আসার পরে আমি হাসপাতালে গেলে কর্তব্যরতরা একজন আর একজনকে দেখিয়ে বলেন ওখানে যান সেখানে যান ওনার কাছে যান তিনার কাছে যান আবার কেউ বলে স্যারের নিষেধ আছে টাকা দেওয়া যাবে না, কেউ পাত্তা দেয় না, স্যারের সাথে দেখা করতে চাইলে স্যার নাই বাহিরে গেছে, মিটিংয়ে আছে স্যারের ফোন নং চাইলেও কেউ দেয় না। এই টাকা নিতে ঘুরতে ঘুরতে আমার আরও প্রায় ২শ টাকা খরচ হয়ে গেছে তবু ও এক দেড় মাসেও টাকা পাইনি। আল্লাহর কাছে বিচার দিলাম। এ ছাড়া আমাদের কিছু করার নাই।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. খালিদ সাইফুল্লাহ বলেন রিপোর্টের আগেই টাকা জমা নেওয়া হয়। এই টাকা অলরেডি সরকারের রাজস্ব খাতে জমা হয়ে গেছে , ফেরত দিলে আমার পকেট থেকে দিতে হবে।

নওগাঁ জেলা সিভিল সার্জন ডা. আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার বলেন টাকা রাজস্ব খাতে জমা হলে আর কিছু করার নেই ।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 Daily Naogaonnews
Theme Customized By Shakil IT Park