মোঃ ইনজামাম-উল, বগুড়া প্রতিনিধিঃ বগুড়া জেলা প্রশাসন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), বগুড়া’র আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন দপ্তরের তথ্য প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অংশগ্রহণে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালার আজ (১৬ ফেব্রুয়ারি ২০২৩) অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে সরকারী দপ্তরে জনগণের তথ্য প্রদান সহজীকরণ এর লক্ষ্যে সকল তথ্য হালনাগাদ করার নির্দেশ প্রদান করেন প্রধান অতিথি জেলা প্রশাসক জনাব মো: সাইফুল ইসলাম ।
তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালার সভাপতিত্ব করেন জনাব দীনেশ সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বগুড়া, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মো: সাইফুল ইসলাম । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জনাব মাছুদার রহমান হেলাল, সভাপতি, সনাক, বগুড়া, মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব আতিকুর রহমান, কোঅর্ডিনেটর, টিআইবি, ঢাকা । এছাড়া উপস্থিত ছিলেন জনাব আশরাফুল মুমিন খান, প্রধান নির্বাহী, জেলা পরিষদ, বগুড়াসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারী কর্মকর্তাবৃন্দ ও টিআইবি-সনাক এর প্রতিনিধিবৃন্দ ।
কর্মশালায় মুখ্য আলোচক জনাব আতিকুর রহমান টিআইবি এর চলমান প্রকল্প প্যাকটা সম্পর্কে উপস্থিত সবাই অবহিত করেন এবং তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক বিস্তারিত আলোচনা হয় ও দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তার দায়িত্ব বিষয়ে আলোচনা করা হয় । এছাড়াও তথ্য কি, তথ্যের অধিকার, তথ্য অধিকারের আইনগত ভিক্তি, স্বপ্রণোদিত তথ্য প্রকাশ, তথ্য সংরক্ষণের মাধ্যম, তথ্য প্রাপ্তির আবেদন, তথ্য প্রদান পদ্ধতি, তথ্যের মূল্য নির্ধারণ, তথ্য সরবরাহের অপারগতার নোটিশ, আপিল করার প্রক্রিয়া এবং তথ্য অধিকার লংঘনের শাস্তি প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয় ।