রাসেল রানা,বদলগাছি প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলার চকমথুর ইটভাটার মাটির ট্রাক থেকে পুরাতুন গ্রেনেড উদ্ধার করেছে বদলগাছী থানা পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে 11টায় চকমথুর মেসার্স খান এন্ড সন্স এর ইটভাটার মাটির ট্রাকে ইট তৈরীর সময় লেবার সরদার সাইফুল ইসলাম ও মো রুবেল হোসেন দেখতে পেয়ে ইটভাটার মালিকের কাছে গ্রেনেডটি জমা দিলে ইটভাটার মালিক খোরশেদ আলম থানায় জানান এবং বদলগাছী থানা পুলিশ গ্রেনেডটি উদ্ধার করেন থানা পুলিশ। ইটভাটার লেবার সরকার মো সাইফুল ইসলাম ও মো রুবেল হোসেন বলেন, ইট তৈরীর মাটি কাঁদো করার সময় কোদালে আঁটকে যায়। এরপে সেটি পানিতে পরিস্কার করে জানতে পারে এটি একটি পুরাতুন গ্রেনেড বলে জানতে পারেন বলে জানান।
বদলগাছী থানার এস আই তুহিন আহম্মেদ বলেন, চকমথুর খান এন্ড সন্স ইটভাটা থেকে একটি পুরাতুন গ্রেনেড যব্দ করে বদলগাছী থানায় নিয়ে যান।