গোলজার রহমান, ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় ধামইরহাট হাটখোলা ফুটবল মাঠে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে নওগাঁর ধামইরহাট-পত্নীতলা আসনের এমপি মো. শহীদুজ্জামান সরকার এর উদ্বোধন করেন।
প্রদর্শনীতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ২৬টি খামার অংশগ্রহণ করে। এতে উন্নত জাতের গাভী, বাছুর, ষাঁড়, মহিষ, ছাগল, ভেড়া ও সৌখিন পাখিদের মধ্যে কবুতর, বাজুরিকা, লাভ বার্ড, ঘুঘু ছাড়াও বিভিন্ন প্রাণী প্রযুক্তি উৎপাদিত দুগ্ধজাত পণ্য এবং উৎপাদিত মাংস প্রক্রিয়াজাত পণ্যের প্রদর্শনী সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজী, চকময়াম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস, এম খেলাল-ই রব্বানী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মো. ফরহাদ হোসেন প্রমুখ।