রাসেল রানা: নওগাঁর পোরশা উপজেলার ২নং তেঁতুলিয়া ইউনিয়ন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় পোরশা হাই মাদ্রাসা কম হাই স্কুল মাঠে তেঁতুলিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় ত্রি-বার্ষিক সম্মেলনে ২ নং তেঁতুলিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি রেজিয়া পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, মননীয় খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেদ, পোরশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর মোরশেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা, ২ নং তেঁতলিযা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিমা খাতুনসহ পোরশা উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন।