মাসুদ রানা,পত্নীতলা প্রতিনিধিঃ নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নজিপুর পৌর আওয়ামী লীগের ওয়ার্ড কার্যালয়ে বিস্ফোরণ ও ভাঙচুরের মামলায় পত্নীতলা থানার মামলা নং ২৬/৪০৬ তারিখ-২০/১১/২২। ধারা- ৩/৪, ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন, তৎসহ ১৪৩/৪৪৮/৪২৭/১১৪/৩৪, ১৮৬০ সালের প্যানেল কোডে ৩ জন কে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণর নির্দেশ দিয়েছে আদালত।
তারা হলেন নাশকতা মামলার এজাহার নামীয় আসামিদের মধ্যে পত্নীতলা থানা বিএনপির আহ্বায়ক সদস্য উপজেলার নজিপুর সরদার পাড়া গ্রামের মৃত আজিম উদ্দীন চৌধুরীর ছেলে আবু তাহের মন্টু চৌধুরী (৪৮), নজিপুর পৌর বিএনপির আহ্বায়ক সদস্য হরিরামপুর গ্রামের মৃত ওসমান আলীর ছেলে ওবায়দুল ইসলাম নান্টু (৪৫), এবং নজিপুর পৌর শ্রমিক দলের সভাপতি নজিপুর কলোনী পাড়া গ্রামের মফিজ উদ্দীনের ছেলে মাহাবুব আলম (৪৮)।
পত্নীতলা বিএনপি দলীয় সূত্রে জানা যায় অদ্য রোববার (৫ মার্চ) বিজ্ঞ আদালত নওগাঁয় হাজির হয়ে জামিনের জন্য আবেদন করলে মোঃ আবু শামীম আজাদ বিজ্ঞ জেলা ও দায়রা জজ, নওগাঁ তাদের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের নওগাঁ জেলা কারাগারে প্রেরনের আদেশ দেন।
থানা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা নিজেরাই দলীয় অফিসে ভাঙচুর চালিয়ে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে সেই মামলায় নিম্ন আদালতে হাজিরা দিতে গেলে আজ তাদের ৩ জন কে কারাগারে প্রেরন করেছে। এই মামলার আরও আসামি ছিল তারা হাইকোর্ট থেকে জামিন নিয়েছে।