মাসুদ রানা,পত্নীতলা প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলার ঐতিহ্যবাহী বিদ্যপীঠ নজিপুর সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাহিত্যে সাংস্কৃতি প্রতিযোগিতা,পুরস্কার বিতরণী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার( ১১ মার্চ) সকালে কলেজ প্রাঙ্গনে অধ্যক্ষ প্রফেসর মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহীদুজ্জামান সরকার, এমপি,বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার।
এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাহমুদ ময়েজ উদ্দীন, কবি আহন্মেদ হোসেন বাবু,ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, সাবেক মেয়র আমিনুল হক, জেলা পরিষদ সদস্য ফাতেমা জিন্নাহ ঝরনা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলিপ চৌহান সহ অত্র কলেজের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা, সাংবাদিক ও সুধিজন প্রমূখ।
এ সময় প্রধান অতিথি বলেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে ক্রীড়া শরীর মন সুস্থ রাখে শরীরকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই।