গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে দেশীয় তৈরী ৩টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ সানোয়ার হোসেন (৫২) নামের একজন শীর্ষ ডাকাতকে আটক করেছে র্যাব।
সোমবার (১৩ মার্চ) রাত সাড়ে ১২টায় উপজেলার দিলালপুর নামক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আসামি একই এলাকার মো. ওসমান আলীর ছেলে। মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব।
বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানান, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এর নেতৃত্বে ওইদিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার দিলালপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ওয়ান শুটারগান ৩টি এবং ২ রাউন্ড গুলিসহ আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। উল্লখ্য আটক আসামি এলাকার একজন শীর্ষ ডাকাত। তার বিরুদ্ধে বিভিন থানায় অস্ত্র, ডাকাতি, মাদকসহ বিভিন ধরনের একাধিক মামলা রয়েছে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় অস্ত্র আইন-১৮৭৮ অনুসারে মামলা দায়েরের মাধ্যমে কোর্ট হাজতে প্রেরণ করা হয়।