গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ২শত ৩৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ সোহাগ রানা (৩৪) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
গত রবিবার রাতে উপজেলার নানাইচ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আসামি পূর্ব তাহেরপুর নামক এলাকার মোঃ ইদ্রীস আলীর ছেলে। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব।
বিজ্ঞপ্তিতে আরো জানান, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল কোম্পানি অধিনায়ক মেজর মোঃ মাস্তফা জামান এবং স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মোঃ নুরুল হুদার নেতৃত্বে উপজেলার নানাইচ এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ২৩৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আসামিকে হাতেনাতে আটক করা হয়। এসময় ১২৫সিসি একটি হিরো গ্ল্যামার মোটরসাইকল জব্দ করা হয়। উল্লখ্য আসামি নানাইচ এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিলের একটি বড় চালান আসবে এবং রাতেই তা বাস যোগের মাধ্যমে ঢাকায় পাঠানো হবে এ তথ্যের ভিত্তিতে আসামীকে গ্রেফতার করা হয় । পরে আসামির বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের মাধ্যমে কোর্টে প্রেরণ করা হয়।