মাসুদ রানা,পত্নীতলা প্রতিনিধিঃ ‘নিরাপদ জ্বালানি,ভোক্তাবান্ধব পৃথিবী”এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর পত্নীতলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে ইউএনও রুমানা আফরোজ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, ওসি (তদন্ত) অর্পণ কুমার, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার এ,টি,এম জিল্লুর রহমান, জেলা পরিষদ সদস্য আজাদ রহমান, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম,পৌর আওয়ামী লীগের সহ সভাপতি গৌতম চন্দ্র দে, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলিপ চৌহান সহ উপজেলার বিভিন্ন বাজার এলাকার বনিক কমিটির নেতৃবৃন্দ ও ব্যবসায়ী বৃন্দ, সাংবাদিক সুধীজন প্রমূখ।