গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক যৌথসভার আয়োজন করা হয়েছে। প্রায় ১৭ বছর আগে ২০০৬ সালে আট ইউনিয়ন ও পৌর মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছিল বলে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রেজুয়ান হোসেন নিশ্চিত করেছেন।
শনিবার (১৮ মার্চ) দুপুর সাড়ে বারোটায় উপজেলার ১নম্বর ওয়ার্ড ফার্শিপাড়া মোজাফফর রহমানিয়া মাদরাসা মাঠে উপজেলা মহিলা দলের সাবেক সদস্য সচিব নাজমুন নাহার ও পৌর মহিলা দলের সাবেক আহ্বায়ক বেলী খাতুনের সভাপতিত্বে কর্মীসভাটি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী চপল, পত্নীতলা উপজেলা বিএনপির সদস্য নাজিবুল্লাহ চৌধুরী, জেলা মহিলা দলের সভানেত্রী মাসরেখা বানু চৌধুরী সীমা, ধামইরহাট পৌর বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম, জেলা মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক সারমিন ইসলাম শিল্পী, সাংগঠনিক সম্পাদক রিনা পারভীন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আখেরাজুল চৌধুরী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. আজমল হোসেন চৌধুরী প্রমুখ।