গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) সকাল নয়টায় উপজেলা পরিষদ চত্বরে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধুর কর্মময় বর্ণাঢ্য জীবনের উপর আলোচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ দেলদার হোসেন, সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. তৌফিক আল জোবায়ের, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আজমল হেসেন, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ওসি মো. মোজাম্মেল হক কাজী প্রমুখ।