মাসুদ রানা,পত্নীতলা প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফফার, সহকারী কমিশনার( ভূমি) আজিজুল কবির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরী সহ সভাপতি আবুল কালাম আজাদ, নজিপুর পৌর মেয়র রেজাউল কবীর চৌধুরী , পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলিপ চৌহান, পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম বেন্টু, জেলা পরিষদ সদস্য আজাদ রহমান, ফাতেমা জিন্নাহ ঝর্ণা সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী সামজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষক শিক্ষার্থী সাংবাদিক ও সুধিজন প্রমূখ।
এর আগে সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়, উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, বাংলাদেশ পুলিশ পত্নীতলা থানা, সহ বিভিন্ন সংগঠনের পক্ষে পুস্পমাল্য অর্পণ, কেক কাটা, বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাতে দোয়া মোনাজাত করা হয়েছে।