1. admin@dailynaogaonnews.com : admin :
মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় বক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা পত্নীতলায় আন্তর্জাতিক অহিংস দিবস পালিত নওগাঁর ধামইরহাটে মৎস্য সম্পদ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা বগুড়ায় দীপঙ্কর চক্রবর্তী হত্যাকান্ডের ১৯তম বার্ষিকী স্মরণসভা ও স্মৃতিপদক প্রদান নওগাঁ ধামইরহাট বিশ্ব শিশু দিবস উদযাপিত নওগাঁয় কীর্ত্তিপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত নওগাঁয় নবাগত জেলা প্রানিসম্পদ কর্মকর্তার বরণ ও সাবেক প্রানিসম্পদ কর্মকর্তার বিদায় অনুষ্ঠান সম্পন্ন আমেরিকার কাঁধে চড়ে ক্ষমতায় আসতে চায় বিএনপি: খাদ্যমন্ত্রী নওগাঁয় বেড়িবাঁধে ভাঙন, এক রাতেই পানিবন্দি ১০ হাজার পরিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নওগাঁ জেলা কমিটির জনসভা অনুষ্ঠিত

নওগাঁর পত্নীতলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

  • প্রকাশিত : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ২৭ বার পঠিত

মাসুদ রানা,পত্নীতলা প্রতিনিধিঃ নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা : বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মাণাধীন ৫শ ৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে তৃতীয় পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালী সংযুক্ত থেকে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন।

এর অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজনে নওগাঁর পত্নীতলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে ইউএনও রুমানা আফরোজ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শহীদুজ্জামান সরকার এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, গণপূর্ত বিভাগ নওগাঁর নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরী , সহ সভাপতি সৈয়দ লতিফুর রহমান শাহ ফকির ও আবুল কালাম আজাদ, পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, মসজিদের ইমাম, মুয়াজিম সহ বীর মুক্তিযোদ্ধাগণ, ইউপি চেয়াম্যানগন, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

উপজেলা পর্যায়ে এরকম একটি সুন্দর ও বড় মসজিদ উদ্বোধনে ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে আনন্দ উচ্ছাস দেখা গেছে।

উল্লেখ্য উপজেলা পরিষদ চত্বরে এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের তিনতলা বিশিষ্ট ভবন নির্মাণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে ও সরেজমিনে জানা যায় প্রায় ১২ হাজার বর্গফুটের জায়গায় ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ১২ কোটি ৬৬লক্ষ টাকা ব্যয়ে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটির নির্মাণ কাজ বাস্তবায়ন করেন গণপূর্ত অধিদপ্তর।
আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত সুবিশাল এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে থাকছে নারী ও পুরুষদের আলাদা ওজু এবং নামাজ আদায়ের সু-ব্যবস্থা, ইমামদের প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরী, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, পবিত্র কুরআন হেফজ বিভাগ ও মক্তোবখানা, শিশু শিক্ষা, অতিথিশালা, বিদেশি পর্যটকদের আবাসন ব্যবস্থা, মরদেহ গোসলের ব্যবস্থা, ইসলামিক ফাউন্ডেশনের রিসার্চ সেন্টার, খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের থাকার পৃথক ব্যবস্থা, অটিজম কর্ণার, ইসলামিক সাংস্কৃতিক কর্মকান্ড ও ইসলামের দাওয়াতের জন্যে সম্মেলন কেন্দ্র, এছাড়া সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা-কর্মচারীদের আবাসন ব্যবস্থা ও গাড়ি পার্কিংয়ের সুবিধা রাখা হয়েছে ।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 Daily Naogaonnews
Theme Customized By Shakil IT Park