নওগাঁ নিউজ ডেস্কঃ১৯-০৩-২০২৩ খ্রি. তারিখে রাজশাহী রেঞ্জের সম্মানিত অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মুহাম্মদ সাইফুল ইসলাম মহোদয় নওগাঁ জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মাসিক কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ রাশিদুল হক অ্যাডিশনাল ডিআইজি মহোদয়কে স্বাগত জানান। এ সময় অ্যাডিশনাল ডিআইজি মহোদয় সকল পুলিশ সদস্যের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি পুলিশের অভ্যন্তরীণ নিয়ম-শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলার বিষয়ে পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। সম্মানিত প্রধান অতিথি মহোদয় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ০৫ জন বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের মাঝে সম্মাননা পুরস্কার প্রদান করেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।