গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে।
বুধবার (১৫ মার্চ) দুপুর সাড়ে বারোটায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা ‘নিরাপদ জ্বালানি, ভোক্তা বান্ধ পৃথিবী‘ এর উপর বিস্তারিত আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো. সুমন মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আজমল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মো. মিজানুর রহমান, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, উপজেলা সহকারী প্রোগ্রামার মো. মহিউদ্দিন ভূইয়া প্রমুখ।
।