মাসুদ রানা,পত্নীতলা প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় ২৫ শে মার্চ গণহত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউএনও রুমানা আফরোজ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, কৃষি অফিসার কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার মোখলেছুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার এ টি এম জিল্লুর রহমান, পুলিশ পরিদর্শক( তদন্ত) অর্পণ কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাকর্মচারীবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সুধিজন সাংবাদিক প্রমূখ।