1. admin@dailynaogaonnews.com : admin :
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সাপাহারে মাদকের টাকা না পেয়ে মাকে খুন নওগাঁয় অপসাংবাদিকতা ও দূর্নিতীবাজ সাংবাদিক সমাজের বিরুদ্ধে মানব বন্ধন ট্রসবার্গে ইউরোপিয়ান কাউন্সিলের মানবাধিকার কমিশনারের সাথে বাংলাদেশী মানবাধিকারকর্মীর বৈঠক ধামইরহাটে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তালগাছের চারা রোপন উদ্বোধন নওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ যথাযথ মর্যাদায় পালিত সাপাহারে ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা নওগাঁয় বিশ্ব দুগ্ধ দিবস-২০২৩ যথাযথ মর্যাদায় পালিত নওগাঁয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম নওগাঁর তালতলীতে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন ধামইরহাটে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন

পত্নীতলায় উন্নত জাতের ঘাস চাষে গরু পালন বাড়ছে

  • প্রকাশিত : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ২৫ বার পঠিত

মাসুদ রানা, পত্নীতলা প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলা উন্নত মানের ঘাস চাষে বেড়েছে গরু পালন অর্থনৈতিক সুবিধা পেয়ে লাভবান হচ্ছেন খামারিরা, এক দিকে গরু/ছাগল পালন অপর দিকে ঘাস দিয়ে ব্যবসা করে সংসার চালাচ্ছেন অনেকেই। উপজেলার বিভিন্ন এলাকায় নদীর ধারের বাঁধে পুকুর পাড়ে এবং খামারিদের নিজস্ব জমিতে চাষ হচ্ছে ঐই সব উন্নত জাতের ঘাস। উপজেলা প্রানি সম্পদ দপ্তর সূত্রে জানা যায় নেপিয়ার পাকচং ১, রেডনেপিয়ার জাম্বো ও জার্মান ঘাস চাষ করতে চাষিদের উৎসাহিত করা হচ্ছে। ঘাসের বীজ বুনে কিন্বা গোড়া কেটে রোপন করে সহজে ভিটা মাটি রাস্তার পাশের ও এলাকার আনাছে কানাছে ঘাসের চাষ ছড়িয়ে পড়েছে। পত্নীতলার কাশিপুর গ্রামের খামারি মফিজ উদ্দিন জানান তাঁর ১০টি গরু তিনি ৪০ শতক জমিতে ঘাস চাষ করেছেন এতে গরু পালনে খরচে তাঁর অনেক সাশ্রয় হচ্ছে। পশু খাদ্যর দাম আকাশ ছোঁয়া তাই সে চাষের ঘাস দিয়ে গরু পালন করছেন, তিনি আরো বলেন তাঁর রোপিত ঘাস ৪ বিঘা জমির খড়ের সমপরিমান ঘাস উৎপাদন হয়ে থাকে। পাটিচরা গ্রামের ঘাস ব্যাবসায়ি পংকজ কুমার বলেন তিনি জয়পুরহাট এলাকা হতে ঘাস ক্রয়ে পত্নীতলায় বিক্রয় করে তিনি সংসার চলান।
সংশ্লিষ্ট দপ্তর জানায় উপজেলার ২ হাজার ২৫৫টি খামারে ১ লক্ষ ৭৬ হাজার গরু রয়েছে।
এবিষয়ে পত্নীতলায় প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুজ্জমান বলেন এলাকায় উন্নত মানের ঘাস চাষে গরুর প্রজনন ক্ষমতা বেড়েছে, নিরাপদ মাংস ও দুধ পাচ্ছি, খামারি ও কৃষকেরা কৃত্রিম খাদ্য কমিয়ে ঘাস ব্যবহারে তাঁদের অর্থনৈতিক সুবিধা বেড়েছে। আমাদের দপ্তর হতে ঘাস চাষিদের প্রদর্শনীর মাধ্যমে উৎসাহিত করা হয়।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 Daily Naogaonnews
Theme Customized By Shakil IT Park