নওগাঁ নিউজ ডেস্কঃ দাবী মৌলিক উন্নয়ন সংস্থা,নওগাঁ কর্তৃক বাস্তবায়িত রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) এর “নিরাপদ মাংস ও দুগ্ধজাত পন্যের বাজার উন্নয়ন” শীর্ষক উপ-প্রকল্পের আওতায় প্রানীসম্পদের লোকাল সার্ভিস প্রোভাইডারদের তিন দিন ব্যাপী প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের আয়োজন করা হয়। আন্তর্জাতিক দাতা সংস্থা IFAD এর আর্থিক সহযোগিতা এবং PKSF এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় প্রাণী সম্পদের উন্নয়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে নওগাঁ জেলার তিনটি উপজেলায় (নওগাঁ সদর, রাণীনগর ও আত্রাই) এবং বগুড়া জেলার দুইটি উপজেলায় ( দুপচাঁচিয়া ও আদমদীঘি) । প্রকল্পের কার্যক্রমের অংশ হিসাবে ৯ দিন ব্যাপী প্রশিক্ষণের তৃতীয় ও শেষ ধাপের প্রশিক্ষণ গত ০৩ থেকে ০৫ এপ্রিল ২০২৩ ইং পর্যন্ত নওগাঁ সদর জেলা প্রানীসম্পদ কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রানীসম্পদ কর্মকর্তা মোঃ মহির উদ্দীন, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আমিনুুল ইসলাম, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা তাদের মতামত ব্যক্ত করতে গিয়ে বলেন, এই ধরনের কার্যকর প্রশিক্ষণ পেয়ে তারা খুবই খুশি। তারা প্রশিক্ষণ থেকে অনেক কৌশল, নতুন পদ্ধতি এবং চিকিৎসা সম্পর্কিত নতুন অনেক বিষয় শিখেছেন। যা তাদের পরবর্তীতে চিকিৎসা সেবা প্রদানের জন্য সহায়ক হবে। অংশগ্রহণকারীরা তাদের উন্নয়নের জন্য ভবিষ্যতে আরও প্রশিক্ষণে অংশ গ্রহনের জন্য আগ্রহ প্রকাশ করেন।
উল্লেখ্য তিন ধাপের প্রশিক্ষণ শেষে এলএসপিদের হাতে উপহার তুলে দেন নওগাঁ জেলা প্রানীসম্পদ কর্মকর্তা মোঃ মহির উদ্দীন, এসময় আরও উপস্থিত ছিলেন রেনেটা প্রতিনিধি মো: মনিরুল ইসলাম, অলটেক প্রতিনিধি মোঃ গোলাম রব্বানী, মোঃ সুলতান মাহমুদ, আরএমটিপি প্রকল্পের পিএম মোঃ কৃষিবিদ মোঃ মাহমুদ কবির, ভিসিএফ-১ ডা. মোঃ দুরুল হুদা নয়ন, ভিসিএফ-২ কৃষিবিদ মো: আব্দুল মালেক ও এভিসিএফ মোঃ তাবরিজ আহম্মেদ।