গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে অগ্নি নির্বাপন প্রশিক্ষণ ও মহড়া দেওয়া হয়েছে। মহড়ায় পুলিশ সদস্যসহ প্রায় ৩৫ জন স্থানীয় ব্যাক্তিরা অংশগ্রহণ করেন।
শনিবার (৮ এপ্রিল) বেলা ১১ টায় পুলিশ সদস্য ও সাধারণ জনগণকে সচেতন করতে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে ধামইরহাট থানা চত্বরে এর আয়োজন করা হয়। মহড়ায় নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. ছয়ফুল ইসলাম।
ধামইরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন জানায়, বাসাবাড়িসহ বিভিন্ন জায়গায় অগ্নি সংযোগ ঘটলে ভুক্তভোগী ও এলাকাবাসীরা যেন খুব সহজেই আগুন নিভাতে পারেন সেই লক্ষ্যে প্রতি সপ্তাহের শনিবার মহড়া ও গণসংযোগ করা হয়ে থাকে।
এসময় উপস্থিত ছিলেন, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজী, ধামইরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার শফিউল ইসলামসহ ফায়ার সার্ভিস ও পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা।