মাসুদ রানা,পত্নীতলা প্রতিনিধিঃ “স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো ” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ স্কাউটস দিবস পালন করা হয়েছে।
শনিবার সকাল সারে ১১ টায় বাংলাদেশ স্কাউটস পত্নীতলা কমিটির সম্পাদক রাম কমল এর নেতৃত্বে একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফ্ফার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস পত্নীতলার স্কাউট সদস্যবৃন্দ প্রমূখ।
উল্লেখ্য ১৯৭২ সালের ৮ এপ্রিল স্বাধীন বাংলাদেশে বয় স্কাউট সমিতি গঠন করা হয়। ১৯৭৪ সালে বিশ্ব স্কাউরস সংস্থা হিসেবে স্বীকৃতি পেয়েছিলন ” বাংলাদেশ স্কাউটস সমিতি”।