গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে দশটায় উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক শোভাযাত্রা বের করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক সরকার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস, উপজেলা শিক্ষা অফিসার মো. আজমল হোসেন, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজী।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল-ই রব্বানীসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান।