সাদ্দাম হোসেন,মহাদেবপুর প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় একজন বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৯ টার দিকে উপজেলার চৌমাসিয়া নওহাটা নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সংবাদ পেয়ে নওহাটা ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার একডালা গ্রামের মোতাহার হোসেনের ছেলে মোঃ রনি হোসেন (২৪) বাড়ি থেকে চৌমাসিয়া (নওহাটা মোড়) নামক স্হানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় পুলিশ সদস্য ও স্থানীয়রা তাকে নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে পৌঁছার পরে তার মৃত্যু হয়।
সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন, নিহত ব্যক্তির মরদেহ নওগাঁ সদর হাসপাতালের মর্গে রয়েছে এবং ট্রাকটি নওহাটা পুলিশ ফাঁড়িতে আটক রয়েছে। নিহত ব্যক্তির মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।