মো মানিক হোসেন,নওগাঁঃ ২০২২-২৩ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশের ন্যায় নওগাঁয় ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ এর খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়। সেই কর্মসূচীর অংশ হিসেবে আজ ( ১৭ ই এপ্রিল ) সোমবার সকাল ৯ ঘটিকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে নওগাঁ সদর উপজেলার ৫ নং হাঁপানিয়া ইউনিয়নে ১হাজার ৮০০ জন উপকার ভোগির মাঝে ১০ কেজি হারে ১৮ দশমিক ১০০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হাঁপানিয়া ইউনিয়ন এর চেয়ারম্যান মোস্তাক আহমেদ রাজা, ট্যাগ অফিসার সূর্য কুমার অধিকারী ও সচিব সহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
হাঁপানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ রাজা বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে ১০ কেজি হারে ভিজিএফ চাল বিতরন করা হয়। আমাদের ইউনিয়নেও সুষ্ঠভাবে ভিজিএফ চাল বিতরন করা হয়েছে। ইউনিয়ন পরিষদের পক্ষ হতে উপকার ভোগীদের ও সকল জনগণকে ঈদ শুভেচ্ছা জানান তিনি।