গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শিশু সুরক্ষা ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) বিকেল চারটায় এপি ম্যানেজার মানুয়েল হাঁসদার সভাপতিত্বে এপি অফিস হল রুমে স্থানীয় সাংবাদিক বৃন্দ, যুব ও শিশু ফোরাম প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে উপজেলা যুব ফোরাম সভাপতি জাহিদ ইকবাল হলেন, তাদের টিম এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় উপজেলার চারটি গ্রামকে পরিবেশ বান্ধবে রুপান্তরিত, শিশু সুরক্ষা ও উপজেলার অমরপুর, বীরগ্রাম, বড়শিবপুর ও নেউটা গ্রামকে বাল্যবিবাহমুক্ত ঘোষনা করা হয়েছে। এ বিষয়ে বিভিন্ন তথ্য চিত্র সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়।
এসময় প্রোগ্রাম অফিসার নাথান কুমার চৌকিদার, ডেনিশ তপ্ন, শ্যামল মন্ডল, মুকুল বৈরাগী, জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার সুরভী,
রোজনিল মিতু, শিশু সুরক্ষা অফিসার প্রদীপ হাঁসদা, উপজেলা যুব ফোরামের সদস্য নাজমুস সাকিব, হাসি, পল্লব, মিলি ধামইরহাট মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুন্নবী ফারুকী, সাধারণ সম্পাদক রিফাতুল হাসান চৌধুরী সৈকত, সদস্য আফজাল হোসেন, রুহেল আহম্মেদ, গৌরব প্রসাদ সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।