ওয়াসিম রাজু, মান্দা প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই হয়েছে কৃষকের স্বপ্ন। জমি থেকে ধান কেটে বাড়ির খলিয়ানে পালা দিয়ে রাখা পাকা ধানে বৃহস্পতিবার দিবাগত রাতে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ধান পুড়ে ছাই হয়ে যায় ২ কৃষকের। এ ঘটনায় মুষড়ে পড়েছেন কৃষক। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার মান্দা উপজেলার ৯নং তেঁতুলিয়া ইউনিয়নের চৌজা গ্রামে।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার চৌজা গ্রামের মৃত শেফাতুল্লাহ ছেলে ওসমান (৪৫) ২ বিঘা জমির ধান ও একই গ্রামের আব্দুল সামাদ এর ছেলে রফিকুল ইসলাম (৪০) এর আড়াই বিঘা জমির ধান বুধবার জমি থেকে পাকা ধান কেটে মাড়াই করার জন্য বাড়ির পাশে খলিয়ানে ধান পালা দিয়ে রাখেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে শক্রতা করে দুর্বৃত্তরা ধানের পালাই আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যায় প্রায় ৫ বিঘা জমির ধান। শুক্রবার সকাল থেকেই ধানের পুড়া স্তুপ দেখতে ভীড় করেন স্থানীয়রা।
কৃষক ওসমান আলী জানান, এই দিনে সারাদিন ধানের কাজ শেষে রাত ১২টায় ঘুমিয়ে পড়ি, হঠাৎ রাত ৪ টার দিকে মানুষের চিৎকারে ঘুম ভেঙে গেলে দেখতে পাই কে বা কারা আমার ও আমার ভাতিজার ধানের পালাই আগুল লাগিয়ে দিয়েছে । আর এই আগুনে আমাদের জমির ধান পুড়ে ছাই হয়ে গেছে। আমরা বিষয়টি প্রশাসনকে অবগত করেছি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নূর-এ- আলম সিদ্দিকী বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।