সাদ্দাম হোসেন,মহাদেবপুর প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের হামিদপুর গ্রামে দুই পরিবারে দ্বন্দ্বের জেরে দীর্ঘ ২০বছরের পুরাতন রাস্তা বন্ধ করে দিয়েছে দুই পরিবার,
এতে গ্রামের ৫০ টি পরিবার পরেছে বিপাকে, বেশি সমস্যায় পড়েছে মসজিদে আসার মুসল্লিরা এবং স্কুলগামী ছাত্রছাত্রীরা,,
এর বিকল্প রাস্তা না থাকায় এই রাস্তা বন্ধ করার ফলে তাদেরকে মাঠের শরু রাস্তা না হয় অনেক দৃরের কোন রাস্তা দিয়ে চলাফেরা করতে হচ্ছে,,
এলাকাবাসীর দাবি দুই পরিবারের দন্দ যেটাই থাক কিন্তু রাস্তাটি দ্রুত খুলে দেয়া হোক,
এ বিষয় নিয়ে সফাপুর ইউনিয়ন চেয়ারম্যান শামসুল আলম বাচ্চুর কাছে জানতে চাইলে তিনি আমাদের বলেন এ নিয়ে বেশ কয়েকবার আমি সহ ইউপি সদস্য এলাকার মণ্ডল মাতব্বরেরা মীমাংসা করার চেষ্টা করলেও দুই পরিবারের কেউ না মানায় রাস্তাটি বন্ধই রয়ে যায়। মহাদেবপুর থানা ওসি মোজাফফর হোসেন বলেন রাস্তা বন্ধের বিষয়ে কোন পরিবার থেকে থানায় কোন অভিযোগ করা হয় নি অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।