গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরিক্ষায় এসএসসি, মাদরাসা ও ভোকেশনাল পর্যায়ে মোট ২৪২৮ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
রোববার (৩০ এপ্রিল) সকাল দশটায় উপজেলার চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, ধামইরহাট বালিকা উচ্চবিদ্যালয়, ধামইরহাট সিদ্দীকিয়া ফাজিল মাদরাসা ও জগদল আদিবাসী স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা শুরু হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহকে পরীক্ষা কেন্দ্র গুলো পরিদর্শন করতে দেখা যায়।