সুবীর দাস,নওগাঁঃ নওগাঁ জেলা বেবী ট্যাক্সী ও ট্যাম্পো শ্রমিক ইউনিয়নের নওগাঁ প্রধান কার্যলয় রেজি নং, রাজ ৮৪১-এ বিশাল এক র্যালী ও মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের মাঝে খাদ্য বিতরণ করেছেন।
সোমবার (১ মে) সকালে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন উপলক্ষে নওগাঁ জেলা বেবী ট্যাক্সী ও ট্যাম্পো শ্রমিক ইউনিয়নের
নওগাঁর প্রধান কার্যলয় রেজি নং, রাজ ৮৪১আয়োজনে একটি র্যালি জেলার তাজের মোড় স্ট্যান্ড হতে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে নওগাঁ জেলা বেবী ট্যাক্সী ও ট্যাম্পো শ্রমিক ইউনিয়নের সভাপতি পাইলট কুমারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বেবী ট্যাক্সী ও ট্যাম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন,সহ সভাপতি হিরো সভাপতি পাইলট কুমার প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা বেবী ট্যাক্সী ও ট্যাম্পো শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক আবুবকর সিদ্দিকী , সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেন সহ অত্র সংগঠনের সদস্যবৃন্দ।
আলোচনা শেষে শ্রমিকদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।