গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ মে) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ স্মৃতিসৌধ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন করেন নওগাঁর ধামইরহাট-পত্নীতলা আসনের এমপি মো. শহীদুজ্জামান সরকার। মেলায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের বাস্তবায়নে ১৭টি স্টল প্রদর্শনীতে অংশগ্রহণ করে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা কৃষি অফিসার তৌফিক আল জুবায়ের, পৌর মেয়র আমিনুর রহমান, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আসাদুজ্জাম আসাদ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আলেফ উদ্দিন প্রমুখ।