গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে ‘তামাক নয়, খাদ্য ফলান‘ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।
বুধবার (৩১ মে) বেলা এগারোটায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো. সুমন মাহমুদ, উপজেলা মেডিকেল অফিসার ডা: আবু মাসউদ আনছারী, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজী, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মো. মিজানুর রহমান, উপজেলা ফায়ার সার্ভিস লিডার মো. সফিউল, উপজেলা সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর আনিছুর রহমান প্রমুখ।