গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তালগাছের চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৫ জুন) বেলা সাড়ে এগারোটায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়েরের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী চারা রোপন উদ্বোধন করেন।
উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে, আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় জগদ্দল ব্লকে উপজেলার ধামইরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে কালুপাড়া ৬ নম্বর ওয়ার্ড পর্যন্ত ২ কিলো মিটার সড়কের দুই ধারে ৪০০ তালগাছ রোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপসহকারী কৃষি অফিসার মো. রেজাউল করিম, মো. শাকিল ইসলাম, মো. ফারুক হোসেন, মাসুদ রানা, ধামইরহাট ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য মোছা. সাহারা বানু, ৫ নম্বর ওয়ার্ড সদ্য মো. সাজেদুর রহমান, ৬ নম্বর ওয়ার্ড সদস্য রাজিব হোসেন প্রমুখ।