গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামীলীগের লড়াই, সংগ্রাম, আন্দোলন, উন্নয়ন ও অর্জনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার (২৩ জুন) বিকেল সাড়ে চারটায় আমাইতাড়া বাজার এলাকায় প্রধান অতিথির বক্তব্যে নওগাঁর ধামইরহাট পত্নীতলা আসনের এমপি মো. শহিদুজ্জামান সরকার বলেন, এদেশের মানুষের কল্যাণে যত রকম অর্জন হয়েছে সমস্ত অর্জন সফল হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। এসময় তৃণমূল নেতাকর্মী, ভোটার ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, সহ-সভাপতি আজাহার আলী, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল হাকিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস,এম জাভেদ নওরোজ আলমগীর, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সাধারণ সম্পাদক আহসান হাবীব পান্নু, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সৌরভ বাবু, মহিলা আওয়ামীলীগসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।