নওগাঁ নিউজ ডেস্কঃ গতকাল ০৫ জুলাই বুধবার বিকেল ০৫ টায় নওগাঁ শহরের কাচারী রোডস্থ প্যারীমোহন স্যানাল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে আইকন সেভিংস এন্ড ক্রেডিট কো অপারেটিভ সোসাইটি লিঃ প্রায় ১৫০ জন সদস্যের মধ্যে বিভিন্ন প্রজাতির বৃক্ষচারা বিতরন করে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ -নাটোর সংরক্ষিত আসনের এমপি(সাবেক) বেগম শাহিন মনোয়ারা হক।
শাহীন মনোয়ারা হক বলেন, আইকন প্রতিষ্ঠান তথা নূর তাজ সোমার এটি একটি সৃজনশীল, প্রাকৃতিক পরিবেশ বান্ধব মহতি উদ্যোগ। আমি একজন বৃক্ষপ্রেমী তাই এই ধরনের অনুষ্ঠান আমার খুবই ভালো লাগে। আমার নওগাঁর বাসায় বিভিন্ন গাছ সহ নিমগাছ লাগিয়েছি। ঔষধি,ফলজ ও বনজ গাছ আমাদের বহু উপকারে লাগে। আমি ছাদবাগান পরিচর্যা করি আপনারাও বিশেষ করে নারী মা বোনেরা দেশের উন্নয়নে এগিয়ে আসেন। তিনি আরও বলেন আমি আগামী সংসদ নির্বাচনে নওগাঁ সংরক্ষিত আসনের একজন প্রার্থি হিসেবে নৌকায় ভোট কামনা করছি। নওগাঁ সদর ভূমি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন,আমাদের দেশে বনভূমির পরিমাণ ১৭.৪ শতাংশ। এরমধ্যে অধিকাংশই পাহাড়ি এলাকায় অর্থাৎ বিচার বিশ্লেষণ করলে দেখা যায় আমাদের প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাই আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। প্রতেকে আমরা পাঁচটি করে গাছ লাগাই। প্রফেসর আরিফুর বলেন, শুধু পরিবেশ নয় গাছ লাগিয়ে আমরা জীবন বাঁচায়। গতকাল ০৫ জুলাই বুধবার বিকেল ০৫ টায় নওগাঁ শহরের কাচারী রোডস্থ প্যারীমোহন স্যানাল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে আইকন সেভিংস এন্ড ক্রেডিট কো অপারেটিভ সোসাইটি লিঃ প্রায় ১৫০ জন সদস্যের মধ্যে বিভিন্ন প্রজাতির বৃক্ষচারা বিতরন করে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ -নাটোর সংরক্ষিত আসনের এমপি(সাবেক) বেগম শাহিন মনোয়ারা হক।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী কমিশনার(ভূমি) নওগাঁ সদর, মোঃ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক আরিফুর রহমান, উপজেলা সমবায় অফিসার জয়নাল আবেদীন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন। এছাড়াও বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ,স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ, উক্ত সংস্থার ষ্টাফ সহ বৃক্ষপ্রেমীরা উপস্থিত ছিলেন । এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকন সেভিংস -এর ব্যাবস্থাপনা পরিচালক নূরতাজ সোমা।