নওগাঁ নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে সারা দেশব্যাপী এক দফা দাবি আদায়ের লক্ষ্যে নওগাঁ জেলা বিএনপির আয়োজনে পুরাতন বাস স্ট্যান্ড হইতে পদযাত্রা শুরু হয় এবং বালু ডাঙ্গা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
উক্ত পদযাত্রায় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, যুগ্ম আহবায়ক মোঃ মামুনুর রহমান রিপন, সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপি জাহিদুল ইসলাম ধলু, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম টুকু সহ জেলা বিএনপি, জেলা যুবদল, জেলা ছাত্রদল, জেলা স্বেচ্ছাসেবক দল, জেলা মৎস্যজীবী দল, জেলা তাঁতি দল, জেলা কৃষক দল, জেলা মহিলা দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। উক্ত পদযাত্রায় হাজার – হাজার নেতা কর্মিরা নওগাঁর বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে এসে অংশগ্রহণ করেন।
নওগাঁ নিউজের এক প্রশ্নের জবাবে মামুনুর রহমান রিপন বলেন ” আমরা রাজপথে আছি,রাজপথে থাকবো। আগামী যেকোনো আন্দোলন কর্মসূচিতে আমরা সফলভাবে অংশগ্রহণ করবো। আজকের এই পদযাত্রা কর্মসূচিতে জেলার প্রায় দশ থেকে বারো হাজার ধানের শীষের সৈনিকরা অংশ নেয়”