মাসুদ রানা,পত্নীতলা প্রতিনিধি:সারাদেশে বিএনপি’র অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও সহিংস ঘটনার প্রতিবাদে নওগাঁর পত্নীতলায় আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ জুলাই) বিকেল ৪ টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় হতে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী আ’লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ, জেলা পরিষদ সদস্য ফাতেমা জিন্না ঝরনা, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা,সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান,শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ অরুন, পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম বেন্টু, সাধারণ সম্পাদক মিল্টন উদ্দীন, যুবলীগ নেতা বিমান কুমার, মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবিনা আক্তার, উপজেলা ছাত্র লীগের সভাপতি বদিউজ্জামান বিলাশ, পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন পারভেজ সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ ।