নওগাঁ নিউজ ডেস্কঃ বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) নওগাঁ’র সম্মানিত উপদেষ্টা ও গুণীজন সর্বজন শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী আরব’ এর প্রয়াণে – গত ২৮ জুলাই ২০২৩, শুক্রবার, বিকেল ৫.৩০ ঘটিকায়, মানাপ নওগাঁ’র কার্যালয়ে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মানাপ নওগাঁর সভাপতি উত্তম সরকার এর সভাপতিত্বে এবং আব্দুল হাই সিদ্দিকী সিটু সাধারণ সম্পাদকের পরিচালনায় শোক সভায় নওগাঁ’র মুক্তিযোদ্ধা, বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ মানাপের সম্মানিত উপদেষ্টাগণ প্রয়াত আরব চৌধুরীর স্মৃতিচারণ বক্তব্য রাখেন, এরপর শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন এবং তার আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন মানাপের সম্মানিত উপদেষ্টা, অ্যাডভোকেট সরদার সালাউদ্দিন মিন্টু, অধ্যক্ষ মোফাখখা্র হোসেন পথিক, মানবতাবাদী চন্দন কুমার দেব, ইঞ্জিনিয়ার গুরুদাস দত্ত বাবলু।
এছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, মানবতাবাদী মোঃ এস এম সামছুল আলম, জহির রায়হান চলচ্চিত্র সংসদ নওগাঁর সাধারণ সম্পাদক রহমান রায়হান, অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, শিক্ষক মো: হাসমত আলী, শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, শিক্ষক রাবেয়া খাতুন বেলী, শিক্ষক মর্তুজা বশির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নুরনাহার সুষমা সাথী, মানবতাবাদী আলো ও গোপাল দাস।
মানাপ নওগাঁ’র নেতৃবৃন্দের মধ্যে এ কে এম ফজলে রাব্বি চাঁদ, নূরে আলম, রায়হান আলী, ফরিদ আলম, ইবনুল সাঈদ ইমন, বাচ্চু মিয়া, নিমাই সরকার, ফাইসাল ইসলাম, সিফাত হোসেন, ইমরোজ জান্নাত, গোপাল মন্ডল, বলরাম মন্ডল, শাহিনুর ইসলাম ও রাজকুমার প্রমুখ।