গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে গোপন সংবাদের ভিত্তিতে ৫০ বোতল এমকেডিলসহ মো. গোফফার সোনার (৫০) নামের এক ব্যক্তি ও মোছা. রোকসানা বেগম (১৯) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২ আগষ্ট) দুপুর তিনটায় ধামইরহাট থানার ওসি বাহাউদ্দিন ফারুকী বলেন, সকাল ৭ টা ১০ মিনিটে উপজেলার নানাইচ মোড় এলাকায় আব্দুল আলিমের চায়ের দোকানের সামনে থেকে তাদের দুজনকে ৫০ বোতল নেশা জাতীয় মাদক দ্রব্য এমকেডিলসহ গ্রেফতার করা হয়। দুপুরে মাদক ব্যবসায়ী গোফফার সোনার ও মোছা. রোকসানা বেগমকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার লক্ষণপাড়া এলাকার জহির সোনারের ছেলে গোফফার সোনার অপর জন বদলগাছি জালালপুর এলাকার ইউসুফ আলীর মেয়ে রোকসানা বেগম।