গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার মন্ডল মারা গেছেন। তিনি রাজশাহী রেলওয়ের সাবেক কেরানী ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার উপজেলার উমার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বেলঘরিয়া গ্রামের মৃত শামসুদ্দিন মন্ডলের ছেলে। মৃত্যু কালে মরহুমের বয়স হয়েছিল ৬৫ বছর। স্ত্রী এক ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
শুক্রবার (৪ আগষ্ট) দুপুর বারোটায় পরিবারে পক্ষ থেকে পত্নীতলা উপ-সহকারী কৃষি অফিসার উমর ফারুক বলেন, সকাল সাড়ে সাতটায় নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন এবং বেলা এগারোটায় ধামইরহাট মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজ মাঠে মরহুমের প্রথম জানাজা সম্পন্ন করা হয়েছে।
ধামইরহাট থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, বাদ জুম্মা রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।