নওগাঁ নিউজ ডেস্কঃ নওগাঁয় দাবী মৌলিক উন্নয়ন সংস্থা কর্তৃক বাস্তবায়িত রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) এর আওতায় নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক উপ-প্রকল্পের কার্যক্রমের অংশ ISO সনদায়ন।
তারই ধারাাহিকতায় ১৪.৮.২৩ ইং তারিখ DAS ISO Certification Group এর সাথে আরামবাগ কনফেকশনারি-এর সনদায়ন গ্রহণ বিষয়ক চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান ও অ্যাওয়ারনেস সেশন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে DAS-এর CEO জনাব রাকিবুর রহমান ISO সনদায়নের সুবিধাসমূহ এবং গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করেন। আলোচনা শেষে আরামবাগ কনফেকশনারি-এর পক্ষে চুক্তিস্বাক্ষর করেন প্রোপ্রাইটর জনাব কাজী খালেদ। এসময় উপস্থিত ছিলেন ISO কনসালটেন্ট সাবরিনা আফরিন, প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মোঃ মাহমুদ কবির, ইন্টারভেনশন : ৪(দুগ্ধখাত) -এর কর্মকর্তা কৃষিবিদ মোঃ রুহুল আমিন।