গোলজার রহমান ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে আড়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী আব্দুল মজিদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম আব্দুল মজিদ উপজেলার আড়ানগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত ছহিরউদ্দীনের ছেলে। তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।
মঙ্গলবার (১৫ আগষ্ট) দুপুর বারোটায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকীর শোক রেলিতে এসে অসুস্থ হয়ে পড়েন। এবং দলীয় নেতাকর্মীদের সহযোগিতায় চিকিৎসার জন্য দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল (৬২) বছর।