1. admin@dailynaogaonnews.com : admin :
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোঃ লিঃ এর ২২ লাখ(প্রায়) টাকার চেক বিতরণ অনুষ্ঠিত রাজশাহী জেলার বাগমারা ও নওগাঁর নিয়ামতপুর উপজেলার দুইটি গ্রাম পেতে যাচ্ছে শহরের সকল সুযোগ-সুবিধাগুলোই ধামইরহাটে পোনা মাছ অবমুক্তকরণ উদ্বোধন ধামইরহাটে কৃষি প্রাণিসম্পদ ও মৎস খাতের উদ্যোক্তাদের কারিগরি দক্ষতা উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ উদ্বোধন নওগাঁর ধামইরহাটে নতুন ইউএনও হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করলেন আবু হাসান ধামইরহাট মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন হানিফুল ইসলাম নওগাঁর মহাদেবপুর ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রীতি মেলা অনুষ্ঠিত নওগাঁয় মতবিনিময় সভায় প্রাণি ও মৎস্য সচিব ড.নাহিদ রশীদ নওগাঁয় প্রথমবারের মত জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হলো নওগাঁর পত্নীতলায় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলার উদ্বোধন

নওগাঁয় আন্তঃজেলা ডাকাত দলের ০৭ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র, সিএনজি এবং লুন্ঠিত মালামাল উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১৩৬ বার পঠিত

নওগাঁ নিউজ ডেস্কঃ ১০/০৮/২০২৩ খ্রিঃ দিবাগত রাত্রিতে নওগাঁ জেলার বদলগাছী থানার বৈকুন্ঠপুর বাজারে দুইজন নৈশ্য প্রহরীসহ তিনজনকে বেঁধে রেখে ০৬ টি দোকানের তালা কেটে ৮/১০ জনের একটি ডাকাত দল দোকানে থাকা কীটনাশক, মনোহারী সামগ্রী ও নগদ অর্থসহ বিভিন্ন মালামাল লুন্ঠন করে। এ সংক্রান্তে বদলগাছী থানায় একটি মামলা রুজু হলে পুলিশ সুপার,নওগাঁ মুহাম্মদ রাশিদুল হক মহোদয় মামলাটি ডিটেকশনের জন্য মোঃ গাজিউর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নওগাঁকে নির্দেশ প্রদান করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গাজিউর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল জনাব জয়ব্রত পাল ও অফিসার ইনচার্জ আতিয়ার রহমান মামলার ঘটনাস্থল একাধিকবার পরির্দশন করেন ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করে অপরাধীদের বিষয়ে তথ্য সংগ্রহ করেন। পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে ডাকাতদের সনাক্তের পর তাদের অবস্থান সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গাজিউর রহমান, পিপিএম নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব কুমার, ডিবি ইনচার্জ মোঃ হাশমত আলী, এসআই(নিরস্ত্র) মোঃ বদরুদ্দোজা জিমেল এবং বদলগাছি থানা পুলিশের সমন্বয়ে গঠিত পুলিশের একটি চৌকস টিম গত ১৬/৮/২০২৩ খ্রিঃ দিবাগত রাত হতে ২০/৮/২০২৩ খ্রিঃ দিবাগত রাত পর্যন্ত একটানা ০৫ দিন ব্যাপী নওগাঁ, বগুড়া ও জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এ ডাকাতির সাথে যুক্ত মোট ০৭ জন ডাকাতকে গ্রেফতার করে এবং ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, সিএনজি এবং লুন্ঠিত মালামাল উদ্ধার করে।

আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় গত ১০/৮/২০২৩ খ্রিঃ দুপুর বেলা আসামী মোঃ নান্টু(৪৫), পিতা-মোঃ আব্দুল জলিল, সাং-চকপ্রাচী, থানা ও জেলা-নওগাঁ মোটরসাইকেলে করে মামলার ঘটনাস্থল পর্যবেক্ষণ করে ঘটনার সাথে জড়িত সকলকে নওগাঁ সদর থানার তিলকপুর ইউনিয়ন এলাকায় রাত্রি বেলা নির্দিষ্ট সময়ের মধ্যে হাজির হওয়ার জন্য বলে। পরিকল্পনা মোতাবেক আসামী মোঃ ওয়াজ কূরনী(৩৭), পিতা-মোঃ ওসমান সরদার, সাং-বলরাম চক (চৌধুরীপাড়া), থানা-আত্রাই, জেলা-নওগাঁ নিজস্ব সিএনজি নিয়ে তিলকপুর ইউনিয়ের ভবানীপুর গ্রামে যায়। সেখান থেকে অপরাধীদের নিয়ে বদলগাছী থানার বৈকন্ঠপুর বাজারের উদ্দ্যেশ্যে রওনা করে। গত ১১/৮/২০২৩ খ্রিঃ রাত্রি অনুমান ০০.৩০ ঘটিকায় অপরাধীদের মধ্যে থেকে কয়েকজন বৈকণ্ঠপুর বাজারে গিয়ে ০২ জন নৈশ্য প্রহরীসহ মোট ০৩ জনকে ভয়-ভীতি দেখিয়ে ঘটনাস্থল হতে প্রায় ৪০০ মিটার দূরে মরিচ ক্ষেতের মধ্যে নিয়ে কাঁচা পাট ও কাপড় দিয়ে বেঁধে রাখে। প্রায় এক ঘন্টা ব্যাপী কয়েকটি দোকানের তালা কেটে মালামাল লুণ্ঠন করে সিএনজি যোগে তারা পালিয়ে যায়। ডাকাতির ঘটনার সাথে জড়িত মোট ০৮ জন ডাকাতের মধ্যে ০৭ জনকে গ্রেফতার এবং লুন্ঠিত কিটনাশক ও মনোহারী সামগ্রী উদ্ধার করা হয়েছে। আসামী রবিউল বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। ঘটনার সাথে জড়িত অন্য আসামি গ্রেফতারের এবং বাকি মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 Daily Naogaonnews
Theme Customized By Shakil IT Park