গোলজার রহমান ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে টানা ভারী বর্ষণে ঘরের ভেতরে পানি ঢুকে প্রয়োজনীয় কাগজপত্র, ফার্নিচার নষ্টসহ নির্ঘুম রাত কাটাতে হয়েছে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের।
মঙ্গলবার (২২ আগষ্ট) টানা ভারী বর্ষণে রাত বারোটায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে দেখা দিয়েছে এমন জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই বাড়ির আশেপাশে আঙ্গীনা ও সড়কের উপর পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ কারণে শিক্ষার্থী ও পথচারীসহ স্থানীয়দের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।
সরেজমিনে দেখা গেছে, ওই ওয়ার্ডে বালিকা উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ দিকের একটি দেয়াল ড্রেনের উপরে ভেঙে পড়লে পুরো এলাকা এক কোমড় পানিতে তলিয়ে যায়। অপরিকল্পিত ভাবে নির্মাণ করা সরু ড্রেনটি বন্ধ হয়ে যাওয়ায় এমন দুর্ভোগের শিকার হন ওই এলাকার বাসিন্দারা।
বৃষ্টির পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় বিভিন্ন এলাকার পানি গড়িয়ে এই ওয়ার্ডে এসে জমা হয়ে ঘরবাড়ি ও সড়কের উপরে ঢুকে জলবদ্ধতা সৃষ্টি করে। পরিকল্পিতভাবে কোন ট্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতিবছর এমন জলবদ্ধতা সৃষ্টি হয়।
ভুক্তভোগী আব্দুস সামাদ বলেন, ‘তার বাড়িসহ আরও বেশকিছু বাড়ির ভেতরে এক কোমর পানি জমা হয়ে প্রয়োজনীয় কাগজপত্র, লেপ কাঁথাসহ ফার্নিচারের জিনিসপত্র নষ্ট হয়ে গেছে।পুরো ওয়ার্ডে একটি মাত্র ড্রেন রয়েছে যা পানি নিষ্কাশনের জন্য যথেষ্ট নয়। এমন দুর্ভো থেকে মুক্তি পেতে পৌরসভা কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন তিনি।‘
পৌর কমিশনার ওমর ফারুক বলেন, ‘ বালিকা বিদ্যালয়ের একটি দেয়াল ভেঙ্গে ড্রেনের উপর পড়ায় এমন জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। মেয়র মহোদয় কে জানানো হয়েছে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান তিনি।‘