গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধি: নওগাঁ ধামইরহাটে উপজেলা প্রশাসন ও ধামইরহাট মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘বঙ্গবন্ধু মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে সকাল সাড়ে দশটায় উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভা শেষে ৬৫টি ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করেন মো.শহীদুজ্জামান সরকার, এমপি, সভাপতি, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্তনালয় সম্পর্কিত স্হায়ী কমিটি, বাংলাদেশ জাতীয় সংসদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তাদিরুল হক মুক্তা, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. কামরুজ্জামান সরদার, জগদ্দল আদিবাসী স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. ইলিয়াস আলম, ধামইরহাট মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মুকুল হোসেনসহ ও বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগন প্রমুখ উপস্থিত ছিলেন