মাসুদ রানা,পত্নীতলা প্রতিনিধি: নওগাঁর পত্নীডলায় নওগাঁ জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী,বীর মুক্তিযোদ্ধাগণ, সেবা গ্রহীতা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও রুমানা আফরোজ এর সভাতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁর
নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: গোলাম মওলা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ, ওসি পলাশ চন্দ্র দেব, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা প্রমূখ।
এসময় প্রধান অতিথি বলেন , এ দেশের নাগরিক হিসাবে জনগণ কি চায়, জনগণ কি পায়, জনগণ কি চেয়ে পায় না জনগণ কি করে সেই বিষয় গুলো আপনারা জানেন এই জিনিস গুলো আপনারা যাতে স্বচ্ছন্দে তুলে ধরতে পারেন, প্রকাশ করতে পারেন এবং আমি যেন আপনাদের কাছে তথ্যগুলো সঠিকভাবে পাই সে জন্যই আজকের এই মতবিনিময় সভা ।
তিনি আরও বলেন আমি প্রত্যেকটা উপজেলা থেকে এক এক করে দাবি দাওয়া গুলো তুলে নিয়ে আসছি সবগুলো দাবি আমি যেখানে সমাধান করে দিয়ে যাব আশা যদি কেউ করে থাকেন তাহলে আমি তার কাচে ক্ষমা চাচ্ছি, এই ক্ষমতা এই সামর্থ্য আমার নেই আমি যেটা করবো
চিনি বা যাহারা এই দাবি বাস্তবায়নের কর্ণধার আমি আপনার এই মেসেজটা আমি তাকে পৌঁছে দিব এবংযে সমস্ত দাবি আমার কাছে অত্যন্ত যৌক্তিক ও জরুরি মনে হয়েছে আমি তাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে করে দ্রুত বাস্তবায়নে চেষ্টা করবো।