নওগাঁ নিউজ ডেস্কঃ
শিশু সাংবাদিক তৈরির লক্ষ্যে নওগাঁর পত্নীতলায় দিন ব্যাপী শিশু সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প এর সহযোগিতায় সম্প্রতী নজিপুর লুথারেন মিশনে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
প্রশিক্ষণ কর্মশালার শিশুদের সাংবাদিকতা বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়া হয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন পত্নীতলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম। প্রশিক্ষণ সহায়ক হিসেবে ছিলেন দিনেশ বকশি।
তিনি বলেন “প্রশিক্ষণ নিয়ে তোমরা শিশুদের অধিকার, সমস্যা, সম্ভাবনা ও বঞ্ছনার কথা তুলে ধরবে। তোমাদের মধ্যে যে প্রতিভা আছে, তার বিকাশ ও শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে হবে।”
আরো উপস্থিত ছিলেন নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির সাধারণ সম্পাদক রক্তের ফেরিওয়ালা এ জেড মিজান।
তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, “প্রশিক্ষণ পেয়ে তোমাদের এ সুযোগ কাজে লাগাতে হবে।”
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকতায় আগ্রহী ২০ জন শিশু অংশগ্রহণ করেন।