মো, গোলজার রহমান ধামইরহাট প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে সরকারি এম.এম.ডিগ্রী কলেজের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার ধামইরহাট সরকারি এম.এম.ডিগ্রি কলেজের হলরুমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুর রউফের সভাপতিত্বে ও প্রদর্শক আবু সাঈদের সঞ্চালনায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৩ উপলক্ষ্যে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনাসভায় উপস্থিত ছিলেন ধামইরহাট এম এম ডিগ্রী কলেজের সহকারী অধ্যক্ষ মো. ইউনুস আলী, প্রভাষক অরুণ কুমার, প্রভাষক আবু তাইব আশিকে এলাহে, প্রভাষক শরিফুল ইসলাম, প্রভাষক এম.এ. হোসাইনসহ ছাত্র-ছাত্রীবৃন্দ।