ঊষার আলো
- ডা.তানিয়া রহমান তনি
হঠাৎ করে মন যমুনায়
বইছে মাতাল হাওয়া!
হবে কি আর নতুন করে
প্রেমের তরী বাওয়া?
কে হবে তার মাঝি?
আজি কে ভাসাবে তরী?
শুকিয়ে যাওয়া মন যমুনা
উঠেছে আজ ভরি!
লাগবে হাওয়া প্রেম তরীর
রঙ বাহারি পালে
মন মাঝি দেবে এঁকে
প্রেমের রেখা ভালে
(চলবে)